খুলনা পশ্চিম বানিয়াখামার মাদ্রাসার পুরস্কার বিতরণ

প্রকাশঃ ২০২২-০৩-১৭ - ১৮:২৫

বিজ্ঞপ্তি : খুলনার পশ্চিম বানিয়াখামার দারুল কুরআন বহুমুখী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং হিফজ সমাপনী ছাত্রদের দস্তারবন্দী মাহফিল সম্পন্ন হয়েছে। ১৭ই মার্চ, বৃহস্পতিবার বিকাল তিনটায় মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আবদুল মমিন, বিশেষ অতিথি ছিলেন খুলনা আলিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আ.খ.ম.যাকারিয়া, দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ইদ্রিস আলী। মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব শেখ জালাল উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিচালক শিক্ষা এসে,এম, আলী ইমাম, উর্ধ্বতন সহ-সভাপতি জনাব হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ আলহাজ্ব হাফিজুর রহমান, প্রধান শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মাওলানা ফজলুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী প্রায় তিন শতাধিক শিক্ষার্থীদের কে পুরস্কার প্রদান করা হয় এবং ২০জন জল হিফযুল কুরআন সম্পন্ন হাফেজদেরকে পাগড়ী প্রদান করা হয়।