খুলনা প্রেসক্লাবের শুরু হচ্ছে পিঠা ও বস্ত্র মেলা

প্রকাশঃ ২০২২-০১-০৮ - ১৬:১০

ইউনিক প্রতিবেদক : খুলনা প্রেসক্লাবের আয়োজনে ৩ দিনব্যাপী পিঠা ও বস্ত্র মেলার আয়োজন করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি রবিবার বিকাল ৪টায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে এই মেলার উদ্বোধন করবেন।

খুলনা প্রেসক্লাব চত্বরে ৯ জানুয়ারি রবিবার হতে ১১ জানুয়ারি মঙ্গলবার প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এই পিঠা ও বজ্র মেলার স্টলগুলো দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। স্থানীয় ও জাতীয় পর্যায়ের স্বনামধন্য ৩২টি স্টল এবারের মেলায় অংশ নিচ্ছে।

মেলার স্টলগুলোতে চিতই, মালপোয়া, দুধ পুলি, ভাপা, নকশি পিঠা, মুগ পাকন, পাটিসাপটা, লবঙ্গ লতিকা, হৃদয় হরণ, ডিম সুন্দরী, বিবি খানা, চালতা পাতা, জামাই পিঠা, গোলাপসহ মজার মজার নামের বাহারী সব পিঠা পাওয়া যাবে। এছাড়াও স্টলগুলোতে থকাবে বস্ত্র ও বিভিন্ন রকমারী পণ্য