নিজস্ব প্রতিনিধি : খুলনা প্রেসক্লাবের আয়োজনে শুক্রবার হতে ৩ দিনব্যাপী পিঠা মেলা ও বসন্ত উৎসব-২০২১। বিকাল ৩টায় ক্লাব চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা মেলা ও বসন্ত উৎসবের উদ্বোধন করবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা প্রশাসক ও খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ হেলাল হোসেন। খুলনা প্রেসক্লাবের সকল সদস্য ও ইউজার সদস্যদের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। শুক্রবার উৎসব শুরু হয়ে চলবে ১৪ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত স্টলগুলো দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। স্থানীয় ও জাতীয় পর্যায়ের স্বনামধন্য বেশ কয়েকটি স্টল উৎসবে অংশ নিচ্ছে। থাকছে নানা নাম ও স্বাদের বাহারি পিঠা ও রকমারী পণ্য।