খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফলের লক্ষে ফুলতলা বিএনপির প্রস্তুতি সভা

প্রকাশঃ ২০২২-১০-১৫ - ১৯:২১

ফুলতলা (খুলনা) প্রতিনিধি// আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষে ফুলতলা উপজেলা বিএনপির আয়োজিত এক প্রস্তুতি সভা শনিবার সন্ধ্যায় বিএনপি অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা মনির হাসান টিটোর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তৃতা করেন বিএনপি নেতা হাসনাত রেজভী মার্শাল, শেখ নওশাদ হোসেন লালু, মহাসিন মীর, জিএম শফিকুল ইসলাম, আনিছুর রহমান পলাশ, আঃ হালিম সরদার, মোঃ ইদ্রিস আলী মোল্যা, মোতাহার হোসেন কিরণ, শাহীন আজাদ, এনামুল কবির হিরোন, আয়ুব মোল্যা, ইকবাল খান, মাসুদ হোসেন, মশিউর রহমান বিপ্লব, আনোয়ার হোসেন, মফিজুর রহমান, জামির হোসেন, তুষার মোল্যা, শেখ হাসিবুর রহমান, আঃ হালিম বিশ্বাস, মোঃ ইউসুফ মোড়ল, আকবর হোসেন, সিরাজ মোড়ল, হুসাইন মোহাম্মদ মহাসিন, আলমগীর হোসেন, রবিউল ইসলাম রবি, কবির জমাদ্দার, রাজা জমাদ্দার, মোঃ সেলিম হোসেন, আলীমুল হোসেন লাবু, ইমরুল কায়েস লাল্টু, ইলিয়াস হোসেন, ছাত্রনেতা সৈয়দ আল শাকিল, আলামিন সানা, ফয়সাল হোসেন, জিএম ইমরান হোসেন, মঞ্জুর হোসেন, নাজমুল হোসেন প্রমুখ।