খুলনা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযান

প্রকাশঃ ২০২৩-০২-১৬ - ০৮:৩৯

খুলনা : খুলনা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বিউটি পার্লারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য জব্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা করেছে। খুলনা মহানগরীর নিরালা ও সোনাডাঙা এলাকায় মঙ্গলবার এ অভিযান পরিচালিত হয়েছে।
খুলনা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের তথ্যে জানা যায়, মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের (অতিরিক্ত সচিব) অর্পিত ক্ষমতাবলে খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক দিনারা জামান এর নেতৃত্বে খুলনা মহানগরীর নিরালা ও সোনাডাঙা এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালিত হয়েছে। নিরালা ও সোনাডাঙা এলাকায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল কসমেটিকস পণ্য ব্যবহার ও বিক্রি করার অভিযোগে তানিয়া বিউটি পার্লার এন্ড শপিং কে ৪০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
খুলনা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উপ-পরিচালক ইব্রাহিম জানান, অভিযোগ পাওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তা হয়রানী বন্ধে নিয়মিত তদারকি অভিযান পরিচালনা করা হয়।