খানজাহান আলী থানা প্রতিনিধি : যুব মহিলাদের কারিগরি শিক্ষায় সম্পৃক্ত করার লক্ষে খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজন করছে উঠান বৈঠক ও সভা সেমিনার। এরই ধারাবাহিকতায় দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসনের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ অভীষ্ঠজনগোষ্ঠির সাথে জনসংযোগে উঠান বৈঠক করছে প্রতিষ্ঠানটি। সোমবার বিকাল সাড়ে ৪টায় মীরেরডাঙ্গা শিল্পাঞ্চালের সোনালী জুট মিলের আবাসিক কলোনীতে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিল খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এ কে এম মনিরুল ইসলাম। খুলনা মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠকের সভাপতিত্ব করেন কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. সেকেন্দার আলী। মহিলা টিটিসি জেনারেল শিক্ষক মো. তৌহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রমিকলীগ মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মো. লিয়াকত মুন্সি। অনুষ্ঠানে আলোচনা করেন মহিলা টিটিসির চিফ ইন্সেটেক্টর এম এ বাকী, মো. রুস্তম আলী, জেনারেল শিক্ষক মো. বাবুল হোসেন, নিখিল চন্দ্র সরকার, মো. শাহিনুর রহমান, মোাস্তাফিজুর রহমান মোস্তাকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। উঠান বৈঠকে সোনালী জুট মিলস আবাসিক কলোনীসহ পার্শবর্তি এলাকার যুব মহিলাগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সকলের মাঝে এ সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।