খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে ক্যাম্পাস ওপেন ডে উদ্বোধন

প্রকাশঃ ২০২৩-০২-০৭ - ১৩:০৮

খুলনা : খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত স্কিলস ফেয়ার, স্কিলস কম্পিটিশন, জব ফেয়ার উদ্বোধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সোমবার সকালে কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কারিগরী ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো: কামাল হোসেন।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের প্রসার ঘটিয়ে শিক্ষিত বেকার, শিক্ষাক্ষেত্র থেকে ঝরে পড়া এবং সুবিধা বঞ্চিত তরুণ-তরুণীদের প্রয়োজনীয় ও প্রশিক্ষণ দিয়ে আধুনিক ক্ষেত্রের জন্য প্রস্তুত করা বাংলাদেশ সরকারের অন্যতম অভিপ্রায়।

এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের যুগোপযোগী পাঠ্যক্রম, শিক্ষা উপন্যাস, শিখন পদ্ধতি ও শিক্ষকদের জন্যও কাজ চলছে। দেশে-বিদেশে বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠীর দক্ষতা বা যোগ্যতার স্বীকৃতির জন্য জাতীয় যোগ্যতা কাঠামো কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে আন্তর্জাতিক শ্রম সংস্থা এর কারিগরি সহায়তা এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ভিসেস- ২১ প্রকল্পটি সচেতনতা বৃদ্ধির প্রচার কৌশল তৈরী করেছে। এরই ধারাবাহিকতায়, খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে আয়োজিত সোমবার সকাল ৯ টায় বেলুন উড়িয়ে ও ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী চাকুরী মেলার ওপেন ডে’ এর উদ্বোধন করেন প্যানেল মেয়র মো: আমিনুল ইসলাম মুন্না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো: ওমর ফারুক। এসময় স্বাগত বক্তব্য রাখেন খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ কাজী নেয়ামুল শাহীন।