খুলনা অফিস : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে আজ (বৃহস্পতিবার) সকালে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেন। স্বাস্থবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল এবং জেলা কালচারাল অফিসার সুজিত সাহা। এসময় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলমসহ শিক্ষার্থীর অভিভাবকরা উপস্থিত ছিলেন।
ইতোমধ্যে চিত্রাংকন প্রতিযোগিতায় প্রতিযোগীরা ছবি বাড়ি থেকে একেঁ খুলনা শিশু একাডেমির কার্যালয়ে জমা দিয়েছেন। আগামী ১৫ আগস্ট সকাল ১০ টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।