খুলনা সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশঃ ২০২০-০৪-২৭ - ১৭:২৩

খুলনা অফিস : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’-এর আওতায় আজ (সোমবার) সকালে খুলনা জিলা স্কুল মাঠে তিনশত ২০ কর্মহীন লেদার শ্রমিক, পত্রিকার হকার্স ও দোকান কর্মচারী শ্রমিকের মাঝে  সাত কেজি করে চাল, শাক, লাউ, করল্লা ও ঢেঁড়শসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন।

খাদ্যসামগ্রী বিতরণকালে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মোঃ আরিফুল ইসলাম, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে খুলনা সিটি মেয়র নগরীর ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে খালিশপুর জুট মিলসের আটশত  কর্মহীন পাটকল শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় আট কেজি করে চাল বিতরণ করেন।