বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসন (বটিয়াঘাটা-দাকোপ) থেকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পঞ্চানন বিশ্বাস মঙ্গলবার বেলা সাড়ে বারটায় আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পত্র জমা দেন। বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার দেবাশীষ চৌধুরী এ মনোনয়ন পত্র গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আশরাফুল আলম খান, দাকোপ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদ এ্যাডভোকেট নবকুমার চক্রবর্তী, ত্রাণ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নিমাই চন্দ্র রায়, ওসি মাহাবুবুর রহমান, আওয়ামীলীগ নেতা বিনয় কৃষ্ণ রায় , দিলিপ হালদার, অধ্যাপক ফিরোজুর রহমান, মোরেফ হোসেন মুসা, মানষ পাল, মনোরঞ্জন মন্ডল, বটিয়াঘাটা প্রেস ক্লাব সভাপতি এনায়েত আলী বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান বুলু রায়, চালনা পৌর মেয়র সনৎ কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, হাদীউজ্জামান হাদী, আব্দুল কাদের, ইসমাইল হোসেন বাবু, সাবেক ছাত্রলীগ নেতা অনুপম বিশ্বাস, এসএম ফরিদ রানা, মিঠুন রায় প্রমুখ।