খুলনা -১ আসনের স্বতন্ত্র প্রার্থী প্রশান্ত কুমার রায়’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা

প্রকাশঃ ২০২৩-১২-১৪ - ১৬:০০

ইউনিক ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন -৯৯, (দাকোপ-বটিয়াঘাটা) মিলে খুলনা -১ অঞ্চল থেকে স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব ডক্টর প্রশান্ত কুমার রায়’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন । তার নির্বাচনে অংশ নিতে আর কোন বাধা নেই বলে জানিয়েছেন তিনি । উল্লেখ্য গত ৪ ডিসেম্বর সোমবার খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খন্দকার ইয়াসির আরেফীন ডক্টর প্রশান্ত কুমার রায়’র মনোনয়নপত্রে শর্ত পূরণে ১% ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন । তিনি গত ৮ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ নির্বাচন কমিশন বরাবর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেন । গতকাল ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে বাংলাদেশ নির্বাচন কমিশন স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব ডক্টর প্রশান্ত কুমার রায়’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন বলে জানান । এব্যাপারে স্বতন্ত্র প্রার্থী সাবেক সচিব ডক্টর প্রশান্ত কুমার রায়প্রতিবেদককে বলেন, আমার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছিলাম । গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ নির্বাচন কমিশন আমার মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশন আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন । আমি আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্ৰহন করছি এবং আমার নির্বাচনী আসন ( দাকোপ-বটিয়াঘাটা) মিলে খুলনা -১ আসনে ভোটারদের সমর্থন নিয়ে ভোট যুদ্ধে প্রতিদ্বন্ধীতা করে জয়যুক্ত হয়ে সাধারণ মানুষের সেবা করার সুযোগ সৃষ্টি হবে বলে আমার বিশ্বাস ।