ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ খুলনা ৫ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাঈদ আলম মোড়ল শুক্রবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মহাজোট প্রার্থী নারায়ণ চন্দ্র চন্দ’র পক্ষে সমর্থন জানান এবং তিনি তার বক্তব্য দলীয় নেতা কর্মী সমর্থক ও শুভাকাঙখীদের নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানিয়েছেন। এ সময় তাকে স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শেখ আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, আশাফুল আলম কচি, জাপা সাধারণ সম্পাদক আঃ আজিজ, ওলিয়ার রহমান মোড়ল, জালাল মৃধা, রফিকুল ইসলাম, ওবেদ আলী, হাজী হাবিবুর রহমান, রইচ মল্লিক, আনোয়ার হোসেন, জাহিদুল ইসলাম, শ্রমিক নেতা হাফিজুর রহমান বিশ্বাস, বাবুল মল্লিক, ছাত্র সমাজের সভাপতি ফারদিন ইসলাম সাহস প্রমুখ।