রবিউল ইসলাম মিটু,যশোর : ৫ জানুয়ারী গণতন্ত্র মুক্তি দিবস’ উপলক্ষে জেলা যুবলীগ আয়োজনে শনিবার বিকালে যশোর শহরে এক বিশাল শোভাযাত্রা বের হয়।
সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এর উদ্বোধনে শহরে বড় ধরনের একটি আনন্দ শোভাযাত্রা শহরের রেলরোড থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
এতে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিতকুমার নাথ, সাধারণ সম্পাদক মেহেদি হাসান মিন্টু, জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, সাংগঠনিক মঈনুদ্দিন মিঠু, যুবলীগের আহবায়ক অশোক কুমার বোস, মির জহুরুল হক, ফারক আহমেদ কচি, ইউপি সদস্য রাশেদ হোসেন, পিন্টু চাকলাদার প্রমুখ নেতৃবৃন্দ অংশ নেন। শোভাযাত্রাটির সার্বিক পরিচালনা করেন জেলা যুবলীগ নেতা প্রদিপ কুমার নাথ বাবলু ও হাফিজুর রহমান ইমন।