ইউনিক ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতান্ত্রিক পন্থায় হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন গণতান্ত্রিক পন্থায় হবে। জনগণ যাদের ভোট দেবে, তারাই সরকার গঠন করবে।’
শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অ্যাকাউন্টিং (হিসাব বিজ্ঞান) বিভাগের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের অন্যতম দলিল ছিল বঙ্গবন্ধুর ছয়দফা। তখনকার নেতারা আমাদের ছয়দফা শিখিয়েছিলেন। ছাত্রজীবনে ছয় দফা মুখস্থ করে গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে মানুষকে তার গুরুত্ব বুঝিয়েছি।’
তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধ পরবর্তী সময় বহুবার ষড়যন্ত্র হয়েছে। রাজাকার-আলবদরদের যারা তৈরি করেছিলো তাদের গাড়িতে, বাড়িতে উড়েছে স্বাধীন বাংলাদেশের পতাকা। বঙ্গবন্ধুকে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যার কথা বিদেশে গিয়েও শুনতে হয়েছে। এ কথা শুনে আমাদের মাথা নিচু হয়ে যেত। তবে আজ জাতি সেই কলঙ্ক থেকে মুক্তি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে এ কলঙ্ক থেকে মুক্তি দিয়েছেন।’