গণমানুষের স্বার্থে সাংবাদিকতার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন মানিক সাহা

প্রকাশঃ ২০২৩-০১-১৬ - ১৩:০৮

বিজ্ঞপ্তি : একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মানিক সাহা হত্যার পরিকল্পনাকারীদের চিহ্নিত ও ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনি-পেশার প্রতিনিধিরা। ‘মানিক সাহা হত্যাকাণ্ডের ১৯তম বার্ষিকীর আলোচনা সভায় তারা বলেছেন, গণমানুষের স্বার্থে সাংবাদিকতার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন মানিক সাহা। তিনি সবসময় রাষ্ট্র, সমাজ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিতেন। যা আমাদের সকলের জন্য শিক্ষণীয় ও অনুরণীয়।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে সাংবাদিক মানিক সাহার সুহƒদদের পক্ষ থেকে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক আশীষ কুমার দে। বক্তৃতা করেন মুজাহিদুল ইসলাম সেলিম, রুহিন হোসেন প্রিন্স, শ্যামল দত্ত, ওমর ফারুক, দীপ আজাদ, আব্দুল জলিল ভূইয়া, রাহুল রাহা, কুদ্দুস আফ্রাদ, মানিক লাল ঘোষ, সাকিলা পারভীন, দীপু সরোয়ার, রাজু আহমেদ, তানভীর আহমেদ, মামুনুর রশীদ, পুলক রাহা, মো: নূর আলম, গাজী আবু বক্কর সিদ্দিকী প্রমুখ।

আলোচনা সভার শুরুতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়। এর আগে মানিক সাহার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। ২০০৪ সালের ১৫ জানুয়ারি দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন নির্ভীক সাংবাদিক, পরিবেশ ও মানবাধিকার কর্মী, শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা মানিক সাহা।