গরমে ডায়রিয়ার প্রকোপ : বাড়বে তাপমাত্রা

প্রকাশঃ ২০১৯-০৪-২২ - ১৫:৫২

ঢাকা অফিস : কয়েকদিনের তাপদাহে নগরীতে বিড়ম্বনার পাশপাশি পাল্লা দিয়ে বাড়ছে ডায়রিয়া। সপ্তাহজুড়ে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মহাখালি আইসিডিআরবিতে প্রতিদিন প্রায় নয়শো নতুন রোগী ভর্তি হচ্ছে।

তীব্র গরমে অস্থির জনজীবন। বিশেষ করে রাজধানীতে গরমের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। তাপমাত্রা বেড়ে যাওয়ায় রাজধানীসহ বিভিন্ন জেলায় দেখা দিয়েছে ডায়রিয়ার প্রকোপ। রাজধানীর মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র -আইসিডিডিআরবিতে গত পাঁচদিনে প্রতিদিন সাড়ে আটশ থেকে ৯ শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে।

আইসিডিডিআরবি হাসপাতাল প্রধান ডা. আজহারুল ইসলাম খান জানান, ‘বিভিন্ন জায়গা থেকে রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। মূলত পানির সমস্যা, এছাড়া বাইরের কিছু খাওয়ার ফলে এই সমস্যার সৃষ্টি হচ্ছে। ডায়রিয়া থেকে কোনও মৃত্যু যেন না ঘটে সেদিকে আমাদের সবারই খেয়াল রাখতে হবে।’

গরম বেড়ে যাওয়ায় এর কারণ বলে মনে করছেন চিকিৎসকরা। রোগীর চাপ সামলাতে হাসপাতালে তাঁবু টানিয়ে শয্যাসংখ্যা বাড়ানো হয়েছে।

ডা. আজহারুল ইসলাম খান আরও জানান, ‘এই গরমে বিভিন্ন জায়গা পানি দিয়ে তৈরি করা খাবারের বিক্রি বেড়ে যায়। এই পানি সব জায়গায়তো বিশুদ্ধ নয়। অতএব বিশুদ্ধ পানি খাওয়ার চেষ্টা করতে হবে। যেখানে পানি ফুটিয়ে নেয়ার ব্যবস্থা নেই, সেখানে ফিল্টারের পানি খেতে হবে।’

আবহাওয়া অফিস বলছে এপ্রিলে তাপমাত্রা থাকে ৩৩ ডিগ্রি থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক। কিন্তু বাতাসে জলীয় বাষ্প কম থাকায় গরম বেশ অনুভূত হচ্ছে।

আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ‘এই সপ্তাহ জুড়ে তাপমাত্রা একটু উর্ধ্বগতির দিকে থাকবে। যার ফলে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া রাজশাহী, পাবনা, কক্সবাজার, রাঙামাটি এবং যশোরে যে তাপমাত্রা রয়েছে, সেই তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।’

তাপমাত্রা বাড়লেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অধিদপ্তর।