বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ স্মরণে অনবদ্য এক উদ্যোগ নিয়েছেন তার এক ভক্ত। নায়কের জনপ্রিয় চলচ্চিত্র ‘স্বপ্নের ঠিকানা’ নামে তৈরি হচ্ছে একটি শুটিং স্পট। এটি নির্মাণ করছেন সালমানের ভক্ত ও চলচ্চিত্র প্রযোজক রাশেদ খান। তিনি জানান গাজীপুরে এটি নির্মাণের কাজ চলছে। চলতি বছর ১৯শে সেপ্টেম্বর, সালমান শাহর জন্মদিনে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। রাশেদ খান বলেন, আমরা ভক্তরা তার নামে এফডিসিতে শুটিং ফ্লোরের দাবি করে আসছি। কিন্তু সে ব্যাপারে কর্তৃপক্ষ আজও কোনো উদ্যোগই নেয়নি। তাই নিজেই প্রিয় নায়কের প্রতি ভালোবাসা থেকে শুটিং স্পট নির্মাণ করছি।