যশোর: গানে গানে আর নৃত্যের ছন্দে এবং ভিডিওশোর মাধ্যমে মানবপাচার রোধ এবং নিরাপদ অভিবাসন বিষয়ে গণসচেতনতার কাজ করছে রূপান্তর ও রাইটস যশোর।
মানুষকে সচেতন করার এক চমৎকার মাধ্যম হিসাবে গানের সুর ব্যাপক ভূমিকা রাখছে। গানের সুর শুনলে এলাকার মানুষ সেখানে ভীড় জমায় আর সেই সাথে নৃত্যের ছন্দে মুখরিত হয় এলাকা। আর এরই মাঝে মানুষকে করা হচ্ছে সচেতন।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম-এর সহায়তায়, রাইটস যশোরের আয়োজনে রূপান্তর থিয়েটার রোববার বিকেলে চৌগাছা উপজেলার পাশাপোল সরকরি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিরাপদ অভিবাসন সংক্রান্ত পটগান ও ভিডিও শো প্রদর্শিত হয়।
অনুষ্ঠানের মাধ্যমে বৈধভাবে বিদেশ যেতে গেলে আমাদের কি করণীয়, বিদেশ যাওয়ার প্রস্তুতি ইত্যাদি বিষয়ে পটগান ও ভিডিও শোর মাধ্যমে বিস্তারিত উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সমাজকর্মী, শিক্ষক, ইমাম, পুরোহিতসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।