ফুলবাড়ীগেট(খুলনা) : খানজাহান আলী থানা পুলিশ বিক্রয় নিষিদ্ধ সরকারি বই বিক্রয়ের দ্বায়ে দু’জনকে আটক করেছে। পুলিশ এ সময় তাদের কাছ থেকে চার বস্তা বিভিন্ন ক্লাসের নতুন বই উদ্ধার করেছে। পুলিশ জানান, বৃহস্পতিবার বেলা আড়াইটার সময় খানজাহান আলী থানাধীন গিলাতলা ২নং বিহারী কলোনী এলাকার স্থানীয় জনতা স্কুলের বিভিন্ন শ্রেণির বিক্রয় নিষিদ্ধ সরকারি বই সহ মহেশ^রপাশা কালিবাড়ী এলাকার আজিজ হাওলাদারের পুত্র নয়ন হাওলাদারকে আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে নয়য়কে আটক করে তার কাছ থেকে সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে ৫ম শ্রেণির ২০১৮ সালের নতুন বই উদ্ধার করে। পরে তার স্বিকারক্তিতে গিলাতলা মধ্যপাড়া ইফতেদায়ী মাদ্রাসার সহকারি শিক্ষক আলাউদ্দিন(৫০)কে আটক করে তার কাছ থেকে আরো কিছু বই উদ্ধার করা হয়। পুলিশ জানান উদ্ধার হওয়া চার বস্তা বই থানা হেপাজতে রয়েছে। এই ঘটনার সাথে জড়িত গিলাতলা মধ্যপাড়া একই মাদ্রাসার শিক্ষক মকবুল হোসেন পালাতক রয়েছে। আটক শিক্ষক আলাউদ্দিন জানান, দীর্ঘদিন যাবত শিক্ষকতা করছি কোন বেতনাদী পাইনা। বউ,ছেলে মেয়ে নিয়ে খুবই কষ্টে দিন কাটছে। কিছু পুরাতন বই ছিলো সে গুলো কেজি দরে বিক্রি করার পর ভাগ্রক্রমে জীবনের এই পরিনতি বরণ করতে হলো। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো।