ফুলবাড়ীগেট : বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১১ ফেব্রুয়ারি ইউনিয়ন পদযাত্রা সফল করতে আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের এ প্রস্তুতি সভা গতকাল বিকাল ৫ টায় গিলাতলা দক্ষিনপাড়া ০৬ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন খোকা এর পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা কাজী মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সদস্য মোঃ আলমগীর হোসেন। বক্তৃতা করেন বিএনপি নেতা শেখ সেলিম আহমেদ, গাজী মনতাজুর রহমান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, মোড়ল আব্দুস সালাম, জাকারিয়া মাহমুদ পিটু, মোহাম্মদ রবিউল ইসলাম সবুজ, মোসলেম উদ্দিন,রেজাউল ইসলাম, ইসমাইল হোসেন বাবু, হাফিজুর রহমান, ইকবাল হোসেন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ নাসির উদ্দিন, সরোয়ার হোসেন, শেখ রাসেল আহমেদ বাচ্চু, মোহাম্মদ রাজু আহমেদ, মোয়াজ্জে মুন্সী, নাজমুল হাসান জয়, মোঃ ইউনুস, আইয়ুব খান, মশিউর রহমান তুষার, খান মুক্তার হোসেন, মোঃ নাসির মোল্লা,মনিরুল ইসলাম,খানজাহান আলী থানা জাসাস নেতা শেখ জিয়াউর রহমান,খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ বিল্লাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মাসুম হোসেন, মোঃ জাকারিয়া, বাহাউদ্দিন, খানজাহান আলী থানা ছাত্রদলের আহ্বায়ক, মোঃ মাসুম বিল্লাহ, সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান বিপ্লব, সাইফুল্লাহ তাজিম, মোঃ আলমগীর হোসেন ইমন, রাকিবুল ইসলাম, জিএম মনজুরুল ইমাম, ফারহান সাব্বির, শেখ রাব্বি,শামীম হোসেন, শেখ শাহেদ, রিয়াদ, সাজ্জাদ,স্বাধীন মির্জা, আটরা গিলাতলা ইউনিয়ন যুবদল নেতা মোঃ জুয়েল হাসান, মোঃ মঈন খান, মহাসিন, তরিকুল ইসলাম, সাগর, প্রমুখ নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা কাজী মিজানুর রহমান বরেন পদযাত্রা কর্মসূচি সফল করতে হলে সকল ভয়-ভীতি উপেক্ষা করে সরকারের দমন-পীড়ন, মামলা-হামলাকে মোকাবিলা করেতে হবে। তৃণমূল পর্যায়ে ওয়ার্ড ও ইউনিয়নের নেতা-কর্মীরা এই পদযাত্রাকে সফল করার শপথ নিতে হবে। দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির কারণে সারা বাংলাদেশের মানুষ ক্রয় ক্ষমতা হারিয়ে ফেলেছে। মানুষ আজ দিশেহারা, এই দিশেহারা মানুষকে বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই জালেম জুলুমবাজ সরকারের পতন ঘটাতে হবে।