গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে গোপালগঞ্জ শহরের পৌর কমিনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির জেলা কমিটির উদ্যোগে দলটির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয় ।
পরে রাত ৯ টার দিকে শহরের গেটপাড়া এলাকায় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তাজের সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জান সেলিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্য
ডাক্তার কে এম বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার
শহিদুল ইসলাম লেলিন, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি সাধারন সম্পাদক ফজলুল কবির দারা, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাধারণ সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাহিদুল ইসলাম , হাফিজ শেখসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।