গোলাম হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় ছাত্র-জনতার মানববন্ধন

প্রকাশঃ ২০১৮-০৪-০৯ - ২০:৪১

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়া উপজেলার মধুগ্রামের গোলাম আলী হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে সোমবার বিকেলে শাহ্পুর মধুগ্রাম কলেজের সামনে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। শাহপুর মধুগ্রাম কলেজ ও এলাকাবাসীর সমন্বয়ে দৌলতপুর – সাতক্ষীরা সড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচী পরিচালনা করেন সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যপক জি এম আমান উল্লাহ। গোলাম আলী হত্যার সুষ্ঠু বিচার ও আসামীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন; সাবেক ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদ আহম্মেদ, এড. আশরাফুল আলম রাজু, আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম, ইউপি সদস্য ফেরদৌস খান, উপজেলা ছাত্রলীগের সিঃ সভাপতি মাহবুবুল আলম, আওয়ামীলীগ নেতা কৃষ্ণপদ সাহা, আব্দুল হাই চৌধুরী, বিএনপি নেতা আজিজুল হক, খান লতিফুর রহমান, শংকর সাহা, কলেজ ছাত্র সরোজিৎ রায়, সুজন চৌধুরি, মুন্না মহলদার, আকবর মোড়ল, প্রান্ত রায়।
উল্লেখ্য, গত ২৫ মার্চ সকালে ফুলতলা থানার পটিয়াবান্দা গ্রামে ডুমুরিয়া উপজেলার মধুগ্রামের মস্তিস্ক বিকৃত গোলাম আলীকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে। এ বিষয়ে গোলাম আলীর স্ত্রী মোসাঃ জবেদা বেগম বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখ করে ফুলতলা থানায় একটি মামলা করে। ফুলতলা থানা পুলিশ ৬ জনকে আটক করলেও আনোয়ার হোসেনকে জেল হাজতে পাঠিয়ে নিয়ে বাকি ৫ জনকে ছেড়ে দেয়।