বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলার বার্থী গ্রামে ঋণের বোঝায় হতাশ হয়ে বিষপানে ছালাম সরদার (৩৭) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা গ বুধবার দিনগত রাতে আত্মহত্যা করেছেন। নিহত সালাম সরদারের বড় ভাই মো. শাহ আলম সরদার জানান, বার্থী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন তার ছোট ভাই মো. সালাম সরদার। সে দীর্ঘদিন রাজনীতি করা এবং অপর ছোট ভাই সিয়াম সরদার (৯) এর চিকিৎসার কারনে স্থানীয় লোকজনের নিকট থেকে ড লক্ষাধিক টাকা ধারদেনা করে। অপরদিকে ৩/৪টি এনজিও থেকে ঋণ ৮ লক্ষাধিক টাকা ঋণ নিয়েছিল। সে দায়-দেনায় জর্জরিত মহয়ে পড়ে। অন্যদিকে সরকার পরিবর্তন হওয়ার পর ব্যবসা-বানিজ্য বন্ধ হয়ে যায়। তাই স্থানীয় দেনা পরিশোধ এবং এনজিও কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে ছালাম সরদার নিজ গৃহে রাতের অন্ধকারে বিষপানে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় লোকজন অসুস্থাবস্থায় গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্লেট ওয়াশ করেন। পরবর্তীতে রোগীর অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। মুমুর্ষ অবস্থায় ছালামকে রাত দেড়টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারাযায়। গৌরনদী থানার অফিসার ইনচার্জ মো. ইউনুস মিয়া জানান, খবর পেয়েছি। নিহত ছালাম বার্থী গ্রামের মরহুম মোসলেম সরদারের পুত্র।