গ্যাসের দাম কমলেও বেশি দামে বিক্রি করছে দোকানীরা

প্রকাশঃ ২০২৩-০৩-১১ - ১২:৫৫

চৌগাছা প্রতিনিধি : যশোরের চৌগাছায় সরকার গ্যাসের বাজারমুল্য কমালেও বেশি দামে বিক্রি করছেন দোকানিরা। গ্যাস প্রতি কেজি ৯টাকা ৫৪ পয়সা কমানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটার কমিশনার (বিই আর টি) আমদানি শুল্ক কমানোর কারণে মার্চ মাস থেকে ১২ কেজি গ্যাসের সিলিন্ডার দাম ১ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্যাস বিক্রয় করে দোকানদার  দাম নিচ্ছে নির্ধারিত দামের চেয়ে  ১৫৫০ টাকা থেকে ১৬০০ টাকা নিচ্ছে। বাজারের সাত্তার স্টোর, মেসার্স শফি স্টোর, মেসার্স বিশ্বাস ট্রেডার্স, বাবুল চুলা ঘর, নাজমুল গ্যাস বিপননী, মেসার্স নাঈম ট্রের্ডাস,মেসার্স লাভলু এন্টারপ্রাইজ, মেসার্স টি আর স্টোর, মেসার্স ইবাদত স্টোরসহ ছোট-বড় অনেক দোকানে গ্যাস বিক্রয় করে থাকে।  যেসব কোম্পানির গ্যাস বিক্রি করেন বসুন্ধরা এলপি গ্যাস, যমুনা এলপি গ্যাস, ওমেরা, ওরিয়ন, দুবাই বাংলাদেশ ফাইভ রিং, ফ্রেশ, বিএমসহ বিভিন্ন কোম্পানির। গ্যাসটি নির্ধারিত দামে বিক্রয় না করে বিক্রয় করছেন দোকানিরা নিজেদের নির্ধারিত মূল্যে। গ্যাসের দোকানদার মেসার্স নাঈম ট্রেডার্স প্রোপাইটার সাইফুজ্জমান বলেন গ্যাস কোম্পানি বেশি দাম ধরছে এইজন্য সেই দামে গ্যাস বিক্রি করতে হচ্ছে।