গ্রামীন অবকাঠামো উন্নয়নসহ সকল ক্ষেত্রে দেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে – মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী

প্রকাশঃ ২০১৮-০৮-৩১ - ২০:১৫

ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপ্রাণ চেষ্টা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গ্রামীন অবকাঠামো উন্নয়নসহ সকল ক্ষেত্রে দেশে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। সরকারের ধারাবাহিকতা বজায় রাখলে উন্নয়নের ধারাও অব্যাহত থাকবে।
শুক্রবার বিকালে জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজ চত্বরে অনুষ্ঠিত জামিরা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইউনিয়ন সভাপতি বি এম শাহাদাৎ হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আসলাম খান, ওসি মোঃ মনিরুল ইসলাম, মৃনাল হাজরা, আবু তাহের রিপন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাজী আশরাফ হোসেন আশু, অধ্যক্ষ গাজী মারুফুল কবির, শেখ রওশন আলী, সরদার আলাউদ্দিন, বণিক সমিতির সভাপতি মোঃ মিজানুর রহমান সরদার, শাহাবাজ মোল্যা, মোল্যা হেদায়েত হোসেন লিটু, শাহিদুল ইসলাম মোল্যা, এস কে আলী ইয়াছিন, শহিদুল্লাহ প্রিন্স, রবিন বসু, শাপলা সুলতানা লিলি, সাহিদা ইসলাম নয়ন, মঈণুল ইসলাম নয়ন, আঃ হক প্রমুখ। পরে মিলাদ, দোয়া ও তাবারক বিতরণ করা হয়।