তথ্য ও প্রযুক্তি : ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার খাতিরে ম্যাসেঞ্জারের গ্রুপ চ্যাটের সেবাকে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক।
শনিবার (১৭ আগস্ট) Community Leadership Circles from Facebook (কমিউনিটি লিডারশিপ সার্কেল ফ্রম ফেসবুক)-এ প্রকাশিত এক পোস্টে উল্লেখ করা হয়, আগামী ২২ আগস্ট থেকে গ্রুপ চ্যাটের এই ফিচার বন্ধ করে দেওয়া হবে। ফলে তখন থেকে শুধু গ্রুপের পূর্বের চ্যাটগুলো পড়া যাবে।

তবে ফ্রেন্ডলিস্টের বাইরে থাকা বন্ধুদের সাথে গ্রুপ চ্যাট করা না গেলেও ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুদের সাথে গ্রুপ চ্যাট করা যাবে। এখন পর্যন্ত এই সেবার ধরনটি কী হতে পারে, তা নিয়ে ফেসবুক কর্তৃপক্ষ কিছুই জানায় নি।