ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বিএনপি: আমু

প্রকাশঃ ২০২৩-০২-২০ - ১১:৩০

ইউনিক ডেস্ক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি মন্তব্য করেছেন, সব আন্দোলন, সংগ্রামে ব্যর্থ হয়ে বৈশ্বিক সংকটকালে দ্রব্য মৃল্যের উর্ধ্বগতিকে পুঁজি করে রাজনৈতিক কর্মসূচির নামে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় বিএনপি।

রবিবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যেগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমির হোসেন আমু বলেন বাংলাদেশে কোন ষড়যন্ত্র টিকে থাকতে দেয়া হবে না। যারা বাংলাদেশে ১৪ ও ১৫ সালের মত রাজনৈতিক সহিংসতা চালাতে চায় সেই বিএনপি জামাতকে দলগত, ও জোটগত প্রতিহত করা হবে।

তিনি আরো বলেন, বিশ্বের অন্যান্য রাষ্ট্র যেমন তাদের সংবিধান অনুযায়ী চলে, বাংলাদেশও তেমনি চলছে। বাংলাদেশের নির্বাচন এই দেশের সংবিধান মেনেই হবে। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

আমু বলেন, যারা সেদিন উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, মুক্তিযুদ্ধকালীন স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণহত্যাকারীদের সহায়তা করেছে, তাদের দোসর ও উত্তরসূরীরা এখনো বিদ্যমান। তাদের সেসব ষড়যন্ত্র প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।