চট্টগ্রামের কর্মরত সাংবাদিকদের মানববন্ধনে বক্তারা অপকর্ম ঢাকতে মামলা-হামলা ও অপকৌশলের আশ্রয় নিচ্ছে দুর্নীতিবাজ আমলারা

প্রকাশঃ ২০২১-০৫-২০ - ১৮:২৭

চট্টগ্রাম ব্যুরো:দেশের কিছু দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে সাংবাদিক রোজিনা ইসলাম সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়ে ছিলেন। তিনি একের পর এক বৈশ্বিক অতি মহামারির এ সময়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ের ভয়াবহ দুর্নীতি ও দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে আসছে। ফলে স্বাভাবিকভাবে স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজদের আক্রোশে পরিনত হন রোজিনা।এর ধারাবাহিকতার অংশ হিসেবে সাংবাদিক রোজিনা ইসলামকে গত ১৭ মে সচিবালয়ের স্বাস্থ্য বিভাগের একটি কক্ষে ৫ ঘন্টা আটকে রেখে হেনেস্তা এবং পরে সাজানো মিথ্যা মামলা দিয়ে জেল জুলুম নির্যাতন করা হয়। যা গোটা সাংবাদিক সমাজকে অপমানিত ও ব্যথিত করেছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে চট্টগ্রামের কর্মরত সাংবাদিকবৃন্দদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। সাপ্তাহিক পূর্ব বাংলা সম্পাদক এম. আলী হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, দৈনিক সকালের সময় চট্টগ্রাম ব্যুরো’র সিনিয়র রির্পোর্টার নজরুল ইসলাম, দৈনিক আজকালের খবর চট্টগ্রাম ব্যুরো প্রধান মানস চৌধুরী, বাংলার চোখ প্রতিদিন সম্পাদক তানিয়া সুলতানা, দৈনিক অধিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান আবু তাহের চৌধুরী, চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি এডভোকেট দেলোয়ার হোসাইন, বোয়ালখালী প্রেস ক্লাব সিনিয়র সহ সভাপতি এডভোকেট সেলিম উদ্দীন চৌধুরী, ১৬ বাংলা টিভির চেয়ারম্যান হারুনুর রশীদ, সাংবাদিক ও মানবাধিকার কর্মী স. ম জিয়াউর রহমান, দৈনিক দিশারী চট্টগ্রাম ব্যুরো প্রধান হামিদুর রহমান, ডেইলী অবজারভার স্টাফ রিপোর্টার এম জসিম উদ্দীন, দৈনিক আমাদের সময় ডটকম চট্টগ্রাম ব্যুরো প্রধান রিয়াজুর রহমান রিয়াজ, সাপ্তাহিক ক্রাইম বাংলা সম্পাদক শেখ ফরমান উল্লাহ চৌধুরী, চিটাগাং ডেইলী’র সিনিয়র সাংবাদিক বাবুল হোসেন বাবলা, বিএনএ’র সিনিয়র সাংবাদিক জুয়েল বড়ুয়া, সাম্প্রতিক দেশকাল চট্টগ্রাম ব্যুরো প্রধান ইমরান হোসেন সোহেল, সাপ্তাহিক সোনালী খবর সম্পাদক আবু সাহিদ, দৈনিক সময়ের আলো স্টাফ রির্পোর্টার পংকজ কুমার, সাংবাদিক মো. মোস্তাফা, মো. শাহীন, কেফায়েত উল্লাহ আরমান, ফরহাদ খান, মো. অলমগীর, রিটন দে, মনি দেব নাথ, রিয়া দাশ, প্রিয়াঙ্কা, আনিস আহমেদ খোকন, জুলকার নাইন, জাহিদ রানা, জাবেদ রকি, রিপন চৌধুরী, মো. মুন্না, আশিক আরেফিনসহ শতাধিক বিভিন্ন প্রিন্ট, ইলেক্টট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রদান করেন।