চট্টগ্রামের পটিয়ায় যুবলীগ নেতার উপর বিএনপির সন্ত্রাসী হামলার অভিযোগ

প্রকাশঃ ২০২১-০৫-১২ - ১৯:১৬

চট্টগ্রাম ব্যুরো:চট্টগ্রামের পটিয়া উপজেলা যুবলীগ নেতা জামাল উদ্দীনের উপর বিএনপির সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছ। আহত যুবলীগ নেতা জামাল উদ্দীন বর্তমান চট্টগ্রাম মেডিডকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। হামলার ঘটনায় যুবলীগ নেতার ভাই বেলাল উদ্দীন বাদী হয়ে রবিবার পটিয়ায় থানায় মামলা দায়ের করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, শুক্রবার রাত ৯টার উপজেলার পুর্ব মালিয়ারা এলাকার রাস্তায় পৌছলে পরিকল্পিতভাবে যুবলীগ নেতা ব্যবসায়ী জামাল উদ্দীনের উপর সন্ত্রাসীরা হামলা চালায়। যুবলীগ নেতা জামাল নগরীর চাউল ব্যবসায়ী। ব্যবসায়িক ও রাজনতৈকি বিরোধের কারণে এ হামলা চালিয়েছে বলে পরিবারের দাবি। হামলার ঘটনায় গত রবিবার টেম্পু ড্রাইভার রাজ্জাক,জিরি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জামাল, যুবদলের ফোরকান ও ফারুকের নেতৃত্বে ৮/১০ জন হামলা চালায়। আসামিরা অধিকাংশ বিএনপির রাজনীতির সাথে জড়িত। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ও আ’লীগ নেতা জেবল হোসেন বলেন, যুবলীগ নেতা জামালের উপর হামলার বিষয়টি রাজনৈতিক এবং ব্যবসায়িক বিরোধের কারণে হয়ে থাকতে পারে বলে তিনি জানান। এ প্রসঙ্গে মামলার বাদী বেলাল উদ্দীন বলেন, থানায় মামলা করার তারা বিভিন্নভাবে আমাকে ও আমার পরিবারকে হুমকি দিচ্ছে আমি জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার অভিভাবক সামশুল হক চৌধুরী এমপি মহোদয়ের সহযোগিতা কামনা করছি। এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মজুমদার বলেন, হামলার ঘটনায় থানায় অভিযোগ পাওয়ার পর পুলিশ বিয়ষটি গুরুত্বসহকারে তদন্ত করতেছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।