চট্টগ্রামের কথিত আলীগ নেতা লেদুর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ

প্রকাশঃ ২০২০-০৮-১৮ - ১৬:৩৫

রিটন দে লিটন, চট্টগ্রাম ব্যুরো,চট্টগ্রাম মহানগর বায়েজিদ থানা আওয়ামী লীগ নেতা আব্দুল নবী লেদুর বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড, মানুষের জয়গা দখল, মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত রয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রনালয়, পুলিশের মহাপরিদর্শক, র‌্যাব মহাপরিচালকের নিকট লিখিত অভিযোগ করেছেন। এছাড়া আওয়ামী লীগ নেতা লেদুর অবৈধ সম্পদের বিষয়ে তদন্ত করার জন্য দুদক চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। দলের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপির কাছেও অভিযোগ আকারো জানানো হয়েছে। অভিযোগ সূত্রে ও স্থানীয়রা জানান, বায়েজিদ থানা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল নবী লেদু নগরীর বায়েজিদ এলাকায় মাদক, ইয়াবা, জুঁয়া, পতিতা, জায়গা দখলসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রন করেন। আব্দুন নবী লেদু যখন যে সরকার ক্ষমতায় আসে সে সরকারে সরকারী দলের লোক হয়ে কাজ করা তার নেশা। জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগের বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। অল্প সময়ের মধ্যে বনে যান নিজের নামে, স্ত্রীর নামে, ছেলের নামে প্রায় কয়েকশ কোটি টাকার অবৈধ সম্পাদের মালিক, এছাড়া অক্সিজেন, রুপবাদ এলাকায় আলিশান একাধিক বাড়ি, গাড়ি, প্লট, ফ্ল্যাটসহ অনেক সম্পত্তি। আওয়ামী লীগ নেতা আব্দুন নবী লেদুর রয়েছে নিজস্ব একটি সন্ত্রাসী বাহিনীও। এই বাহিনীর সদস্যরা বায়েজিদ এলাকায় যদি কেউ নতুন জায়গা-জমি ক্রয় করে বাড়ি-ঘর নির্মাণ করতে চাইলে লেদুর বাহিনীকে চাঁদা দিয়ে বাড়ি নির্মান করতে হয়। বায়েজিদ থানা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল নবী লেদুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠায় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মীরাও বিব্রত অবস্থায় পড়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে অনেকে জানিয়েছেন। আওয়ামী লীগ নেতা লেদুর বিষয়ে প্রবাসী জাঙ্গাগীর নামের এক ব্যক্তি জানান, গত ২০ বছর প্রবাস জীবন কাটিয়ে ফটিকছড়ি থেকে  জীবনের সমসÍ অর্জন দিয়ে অক্সিজেন এলাকায় একটি বাড়ি নির্মাণ করতে একখন্ড জমি ক্রয় করি। লেদু ও তার লোকজনকে ৫০লক্ষ টাকা না দিলে বাড়ি নির্মান করতে দিবে না। এছাড়া রৌফাবাদ বেড়া মাদ্রাসা এলাকায়  লেদুর লোকজন আরো একটি জায়গা দখল করে রেখেছে বলে অভিযোগ করেন। গত ৯ আগস্ট বায়েজিদ এলাকার আজগর আলী মানিক লিখিতভাবে স্বরাষ্ট্র মন্ত্রনালয়, পুলিশ মহাপরিদর্শক, র‌্যাবের মহাপরিচালকের নিকট লিখিতভাবে পৃথক পৃথক অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে আওয়ামী লীগ নেতা আব্দুন নবী লেদুর সাথে যোযাযোগ করা হলেও মোবাইলে পাওয় যায়নি। এ বিষয়ে বায়েজিদ থানা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি  কোন ধরণের মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে আজগর আলী মানিক বলেন, আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে আব্দুন নবী লেদু এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন সরকারের সময় সুবিধা নিয়ে এখন প্রায় হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক, তার অত্যচার ও নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন তিনি। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী জানান, দলের নাম ভাঙ্গিয়ে যারা চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড করে যাচ্ছে তাদের দায় ভার দল কখনো নিবে না। তবে উনার বিষয়ে যদি কেউ লিখিতভাবে অভিযোগ দেয়, বিষয়টি সাংগঠনিকভাবে সিদ্ধান্ত  নেয়া হবে বলে তিনি জানান।