চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের পুরাতন রেল স্টেশনে এলাকা থেকে একটি পিস্তল, ৬ টি ছোরা ও একটি চাপাতিসহ যুবদল ক্যাডার শাহ আলমের ৮ জন সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।
গ্রেফতারকৃতরা হলেন- মো. বদিউল আলম প্রকাশ বদি (২৬), মো. তারেক (২৭), মো. মামুন (২২), জুয়েল দাশ (২৬), মো. আসিফ হোসেন প্রকাশ সাকিব (২০), মেহেদী হাসান (২৩), রিপন দত্ত (২০) ও মো. সোহেল (২৫)।
ওসি মোহাম্মদ মহসিন গণমাধ্যমকে জানান, আসামিরা প্রত্যেকে পেশাদার ছিনতাইকারী। নগরীর বিভিন্ন এলাকায় তারা ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করে বেড়ায়। গ্রেফতারের আগেও তারা পুরাতন রেল স্টেশন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে একত্র হয়।
রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায় গ্রেফতারকৃতরা চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদারবাড়ি যুবদল ক্যাডার রেলওয়ে প্রভাবশালী ঠিকাদার শাহ আলমের অনুসারী। তাদের বিরুদ্ধে হত্যা ছিনতাই ও টেন্ডারবাজির একাধিক অভিযোগ রয়েছে।
তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।