চট্টগ্রামে ইয়াবাসহ মহিলা মাদক ব্যবসায়ীসহ আটক ৩

প্রকাশঃ ২০২০-০৭-১৯ - ১৭:৪৪

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রন পৃথক অভিযানে ৬ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ ৩ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছেন।
জানা গেছে, ১৮ জুলাই সকালে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক মোঃ এমদাদুল হক মিঠুন এবং কোতয়ালী সার্কেল পরিদর্শক মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি রেইডিং টিম কোতোয়ালি থানাধীন ৮২৯ স্টেশন রোডস্থ হোটেল নিজান এর সামনে রাস্তার উপর হতে সাকিব হোসেন(২৪) পিতা- সাব্বির হোসেন ,মাতা-নাসিমা বেগম, সাং-পাটের ছড়ি,পোষ্ট- জামরিল ডাঙ্গা,,থানা-কালিয়া, জেলা- নড়াইল কে ৪,৩৫০( চার হাজার তিনশত পঞ্চাশ) পিস ইয়াবা সহ গ্রেফতার করে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোতোয়ালি সার্কেল পরিদর্শক মোঃ মোজাম্মেল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ অনুযায়ী কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
অপরদিকে একই টীম দুপুর ১২টায় চট্টগ্রাম পুরাতন রেল স্টেশনের প্রবেশ মুখে নুর এ হাবীব হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে রাস্তার উপর হতে রহিমা খাতুন(২৯), পিতা- আব্দুল গনি,মাতা- বকুল বেগম,স্বামী- আক্কাস আলী,স্থায়ী সাং-কামাইদিয়া,বাউষখালী বল্লভদি ইউনিয়ন পরিষদ -৮১৪০, থানা- সালথা,জেলা- ফরিদপুর,বর্তমান ঠিকানা -দক্ষিণ হলদিবুনিয়া, পোঃ- বৌদ্ধ বাড়ি বাজার,থানা- মোংলা,জেলা – বাগেরহাট এর পার্স ব্যাগের ভিতর হতে ১০০০( এক হাজার) পিস ইয়াবা সহ গ্রেফতার করে পাঁচলাইশ সার্কেলের সহকারী উপ-পরিদর্শক মনির হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
অপরদিকে এছাড়া ১৭ জুলাই রাত ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম কোতোয়ালি পরিদর্শক মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে একটি টীম কোতোয়ালি থানাধীন সিনেমা প্যালেস২২/এ কে সি দে রোডস্থ রিলাক্স বাস কাউন্টারের সামনে রাস্তার উপর হতে মোঃ নুরুল আমিন(৩২), পিতা -মোঃ শামসুল আলম,মাতা- নুর নাহার বেগম,সাং- আনজুমান পাড়া,পোস্ট – বালু খালী,৯ নং ওয়ার্ড, পালং খালী ইউপি,থানা – উখিয়া, জেলা – কক্সবাজার কে ১০০০( একহাজার) পিস ইয়াবাসহ গ্রেফতার করে কোতোয়ালি সার্কেলের সহকারী উপপরিদর্শক মোঃ লুৎফরহ রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।