চট্টগ্রামে ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

প্রকাশঃ ২০২০-০৮-২৫ - ২০:০৮

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গত দ্ইুদিনে মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ৪ হাজার ৪শ পিস ইয়াবা উদ্ধার করেছেন। এ সময় রোহিঙ্গাসহ দুই জনকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে মোঃ জুবায়ের (২৪) এবং মোঃ সাদ্দাম হোসেন (১৯)। ২৪ আগষ্ট ও ২৫ আগষ্ট চট্টগ্রামে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র জানায়, ২৪ আগষ্ট সন্ধ্যায় চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক মোঃ এমদাদুল হক এর সমন্বয়ে চাঁদগাঁও সার্কেল পরিদর্শক মোঃ  আমিরুজ্জামান এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি রেইডিং টিম বাকলিয়া থানাধীন  শাহ আমানত সেতুর সংযোগ এলাকায় অভিযান চালান। এ সময় ঢাকা মেট্রো ব-১৪-২১৩১ নং বাসের ভিতর হতে মোঃ আবুল কাশেমর পুত্র  আসামী মোঃ জুবায়েরকে দুই স্যান্ডেলের সোলের  ভিতর হতে ২ হাজার পিস ইয়াবা সহ গ্রেফতার করে বাকলিয়া  থানায় পরিদর্শক মোঃ আমিরুজ্জামান  বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন। এছাড়া ২৫ আগষ্ট সসকাল সোয়া ১১টায় কোতোয়ালি থানাধীন মহল মার্কেট  সংলগ্ন আলী আকবরের কুলিং কর্ণারের সামনে অভিযান পরিচালনা করেন। এ সময় ছৈয়দ হোসেনের পুত্র মোঃ সাদ্দাম হোসেন এর প্যান্টের পকেট হতে ২ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ  চট্টগ্রাম  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাহাড়তলী সার্কেল পরিদর্শক এএসএম মঈন উদ্দিন  বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ অনুযায়ী কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।