চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম জেলা প্রশাসনের ছয়জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নগরীর বিভিন্ন স্থানে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করেন ২১ মামলায় ৪হাজার ৬শ টাকা অর্থদণ্ড এবং ২০০ মাস্ক বিতরণ করেন।অদ্য ১৭ মে সোমবার সরকার ঘোষিত বিধিনিষেধ সফলভাবে বাস্তবায়ন করে কোভিড-১৯ এর সংক্রমণ রোধ করার লক্ষ্যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা নগরীর খুলশী ও বায়েজিদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ০৮ টি মামলা দায়ের করে মোট ১৫০০ টাকা অর্থদণ্ড আদায় এবং মাস্ক বিতরণ করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী হাসান নগরীর বন্দর ও সদরঘাট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ৪ টি মামলা দায়ের করে মোট ১৮০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং মানুষকে স্বাস্থ্য বিধি মেনে চলতে নির্দেশনা প্রদান করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন নগরীর চকবাজার ও বাকলিয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ১ টি মামলা দায়ের করে মোট ২০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং সাধারণ মানুষকে স্বাস্থ্য বিধি মেনে চলতে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সচেতনতার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষে মাস্ক বিতরণ করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব প্রতীক দত্ত নগরীর চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করার সময় ৮ টি মামলা দায়ের করে ১১০০ টাকা অর্থদণ্ড আদায় করেন এবং সচেতনতার পাশাপাশি মাস্ক বিতরণ করেন। এছাড়াও স্বাস্থ্য বিধি প্রতিপালনে সন্ধ্যার পর থেকে আরও দুইজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাসুদ রানা ও জনাব আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলা প্রশাসন, চট্টগ্রাম নিয়মিত অভিযান পরিচালনা করছে করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ বিস্তার রোধ করার লক্ষ্যে। এরই ধারাবাহিকতায় সাধারণ মানুষ যেন স্বাস্থ্য বিধি প্রতিপালন করে সে লক্ষ্যে নগরীর গুরুত্বপূর্ণ স্থান গুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসন, চট্টগ্রামের এই অভিযান অব্যাহত থাকবে।