চট্টগ্রামে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ॥ গ্রেফতারের দাবি আহত ব্যবসায়ীর

প্রকাশঃ ২০২১-০৪-১৩ - ১৮:০২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চি‎িহ্নত সন্ত্রাসীরা বাকলিয়ায় ব্যবসায়ী ইমতিয়াজ ফারুকীর উপর হামলা চালায়। হামলার ঘটনায় বাকলিয়া থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। পরবর্তীতে সিএমপি কমিশনারের কাছে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযোগ ইমতিয়াজ ফারুকী। হামলার পর পুলিশ কোন সন্ত্রাসীদের গ্রেফতার না করায় এবং অভিযোগের কোন অগ্রগতি না হওয়ায় পরিবার পরিজন নিয়ে আতঙ্ক গ্রস্থ হয়ে জীবনের নিরাপত্তাহীন ভুগছে বলে অভিযোগ করেন।
মঙ্গলবার বেলা ১১ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি। এতে লিখিত বক্তব্যে ব্যবসায়ী ইমতিয়াজ ফারুকী বলেন, গত ১০ এপ্রিল সকালে তার আত্মীয় ও ব্যবসায়ীক বন্ধু ইসলাম মিয়ার বাকলিয়া এক্সেস বাসায় দাওয়াতে যান। দাওয়াতে যাওয়ার সময় বাকলিয়া এক্সেস রোডস্থ মৃত তাজুল ইসলামের পুত্র সন্ত্রাসী মো. জাকির হোসেন (৬২), চান্দগাও থানাধিন সৈয়দ মমতাজ উদ্দিনের পুত্র সৈয়দ সাদ্দাম হোসেন প্রকাশ নজরুল (৪০), বাকলিয়া থানাধিন আবু তাহেরের পুত্র ইকবাল হোসেন লিটন (৪১)সহ ১০/১২ জনের একটি সন্ত্রাসী গ্রুপ হামলা চালায়। সন্ত্রাসীরা ব্যবসায়ী ইমতিয়াজ ফারুকীর বন্ধু ইসলাম মিয়ার কাছে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছিল। গত ১০ এপ্রিল ইসলাম মিয়া ভবন নির্মানের কাজ শুরু করলে ঘটনার দিন বেলা ১২টায় অভিযুক্তরা ইসলাম মিয়ার কাছে দাবিকৃত দাবি করে। চাঁদবচাজির ঘটনায় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র, দা-কিরিচ, লোহার রড, লাঠি সাথে থাকা ব্যবসায়ী ইমতিয়াজ ফারুকীর উপর হামলা চালায়। সন্ত্রাসীদের অবস্থা বেপরোয়া দেখে গুরুতর আহত ইমতিয়াজ ফারুকি ৯৯৯ নম্বারে ফোন করলে বাকলিয়া থানার মোবাইল টিমসহ থানার এস.আই. জালালের নেতৃত্বে একদল পুলিশ আহতদেও উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন। কয়েকজনকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আটক করেন। গত ১১ এপ্রিল সকাল ১১টায় ব্যক্তিগত কাজে কোর্ট বিল্ডিং এ যাওয়ার পথে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিরা সামনে এসে হুমকি দিয়ে বলে যে, বাকলিয়া থানা পুলিশ তোকে কতদিন নিরাপত্তা দেয় দেখব। তুই মৃত্যুর জন্য প্রস্তুত থাক। এই বলে মোটর সাইকেল করে তারা চলে যায়। বর্তমানে তিনি নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে জানান। বাকলিয়ায় সন্ত্রাসী হামলার শিকার ব্যবসায়ী ইমতিয়াজ ফারুকী কর্ণফুলী উপজেলার শাহ্ মীরপুর গ্রামের আলহাজ্ব ক্বারী ইব্রাহীম আল ফারুকীর পুত্র। এর আগে গত ৩ মার্চ পুলিশ কমিশানের নিকট ইসলাম মিয়া চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে নজরুল ইসলাম ও মো. ইকবালসহ ১০/১২ জনের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে নজরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি এলাকায় এসে তদন্ত করলে ঘটনার প্রকৃত বিষয় উঠে আসবে। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে এরা এলাকার সম্মানি মানুষ ইচ্ছাকৃতভাবে তাদের জড়ানো হচ্ছে , হামলার ঘটনায় তারা কেউ জড়িত নন বলে দাবি করেন।