চট্টগ্রামে মাদক বিরোধী পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৩

প্রকাশঃ ২০২০-০৭-১৮ - ১৭:৫৯

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। ১৬ ও ১৭ জুলাই পৃথক ওই অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, ১৭ জুলাই সকাল ৯টায় চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক মোঃ এমদাদুল হক মিঠুন এবং ডবলমুরিং সার্কেল পরিদর্শক লোকাশীষ চাকমার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি রেইডিং টিম কোতোয়ালি থানাধীন ৩৪৪ স্টেশন রোডস্থ আনিস স্টুডিও এর পূর্ব পাশে রাস্তার উপর হতে মোঃ আলী (৩৩) পিতা- মৃত আব্দুস সালাম ,মাতা- মৃত জরিনা খাতুন, সাং-কুতুপালং নতুন শরনার্থী ক্যাম্প, ক্যাম্প নং -৬, ব্লক নং-১২ /বি, রুম নং- ১৪২৯৫৮, হেড মাঝি- জহুর আলম ও শেড মাঝি কামাল এর লোক,,থানা- উখিয়া, জেলা- কক্সবাজার,স্থায়ী ঠিকানা – নাইচং তিমিজ্যা পাড়া, থানা- ভুচিডং,জেলা- মংডু,দেশ- মায়ানমার কে ২০০০(দুই হাজার) পিস ইয়াবা সহ গ্রেফতার করে চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডবলমুরিং সার্কেল পরিদর্শক লোকাশীষ চাকমা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ অনুযায়ী কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁদগাঁও পরিদর্শক মোঃ আমিরুজ্জামানের নেতৃত্বে একটি টিম একই দিনর সকাল ৮ টায় বাকলিয়া থানাধীন মেরিনার্স রোডস্থ মোহন মিয়ার চায়ের দোকানের সামনে দন্ডায়মান মোঃকলিম(২০), পিতা – মোঃ আলম,মাতা- সেতারা বেগম,সাং- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প,ব্লক – ই -৩,বাসা-১২, হেড মাঝি মোঃ কামাল,থানা- উখিয়া, জেলা- কক্সবাজার কে ১১০০( এক হাজার একশত) পিস ইয়াবাসহ গ্রেফতার করে চাদগাঁও পরিদর্শক আমিরুজ্জামান বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে ১৬ জুলাই বিকাল ৫টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বন্দর সার্কেল পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম কোতোয়ালি থানাধীন নতুন রেল স্টেশনের প্রবেশ মুখে মোঃ দোলন মিয়া(২৫), পিতা- কদল আলী মিয়া,মাতা- মৃত গেলমান বেগম, সাং- বামইগ্রাম পশ্চিম পাড়া,থানা- লাখাই, জেলা- হবিগঞ্জ কে ৩০০( তিনশত) পিস ইয়াবা সহ গ্রেফতার করে কোতোয়ালি থানার একটি নিয়মিত মামলা দায়ের করেন।