চট্টগ্রামে ১৩ মাদক সেবীকে বিভিন্ন মেয়াদে সাজা

প্রকাশঃ ২০২১-০৪-০১ - ১৮:৫৬

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র পৃথক অভিযান চালিয়ে ১৩ মাদক সেবীকে আটক করেছেন। এ সময় তাদের কাছ থেকে এক কেজি ৩শ’ গ্রাম গাজা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১ এপ্রিল) চট্টগ্রামে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ভ্রম্যমান আদালতের মাধ্যমে আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রম্যামান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র সূত্র মতে, বৃহস্পতিবার সকাল ১১টা হতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা এর নেতৃত্বে চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সকল সার্কেলের সমন্বয়ে মহানগরীর লালদিঘী, রেল স্টেশন, কদমতলী, টাইগারপাস, মেরিনার্স রোড, ও নতুন ব্রীজ এলাকায় অভিযান পরিচালনা করে ১৩ জন মাদক সেবন কারীকে ১কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট নিবেদিতা চাকমা ধৃত আসামী মোঃ বাবুল (২৬), মোঃ আমির হোসেন(২৬), মোঃ আনোয়ার হোসেন (২৭), মোঃ হানিফ(২৯), মোঃ আলাউদ্দিন (১৯), প্রিয়তম দাশ(১৯),৭)শাহাবুদ্দিন(৪৯), মোঃ আলমগীর (৫০), মোঃ আলমগীর (৩০), মোঃ সুজন(২০), মোঃ মহিনউদ্দিন (২৬), মোঃ শহীদুল ইসলাম (৩৫) ও মোঃ সজল(২০) কে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ধৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান করেন।