চট্টগ্রাম : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ অঞ্চল সার্কেল উপ পরিচালক মো: রাশোদুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে ১ হাজার পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। সোমবার ( ৬ জুলাই) বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করা। নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ অঞ্চল সার্কেল সুত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল চট্টগ্রাম মাদকদ্রব্য পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে কোতয়ালী সার্কেল পরিদর্শক মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে কোতোয়ালী থানার ফিরিঙ্গী বাজার ব্রীজ ঘাট মোড়স্থ জননী স্টোরের সামনে হতে মোঃ সোহাগ (২২) পিতা-মৃত -সিরাজ, মাতা-রাশেদা বেগম, সাং- চর খলিফা( দফাদার বাড়ি), ৮ নং ওয়ার্ড,পোষ্ট- দিদারুল্লাহ, থানা- দৌলতখান, জেলা- ভোলা কে ১০০০( এক হাজার) পিস ইয়াবা সহ গ্রেফতার করে চট্টগ্রাম কোতোয়ালি থানায় পরিদর্শক মোঃ মোজাম্মেল হক বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন।