চট্টগ্রাম আদালতে দুদক কর্মকর্তাদের পাশে প্রকাশ্যে ঘুড়ছে দুদকের মামলার পলাতক আসামী

প্রকাশঃ ২০২১-০৩-১০ - ১৬:০৩

কমল চক্রবর্তী, চট্টগ্রাম: বহুল আলোচিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুর্নীতি মামলার পলাতক আসামি জিকে শামীমের সহযোগী দুদকের মামলার পলাতক আসামী ফজলুল করিম চৌধুরী স্বপন প্রকাশ্যে ঘুড়ছে চট্টগ্রাম আদালতে দুদকের কর্মকর্তাদের পাশে। তদন্তকারী কর্মকর্তার আসামী গ্রেফতারে দায় সাড়া ভাব।
অদ্য বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম আদালতে দুদক চট্টগ্রাম -২ কর্তৃক দায়েরকৃত মামলা নং-০২/২০ এর ধার্য্য তারিখে জিকে শামীকে আদালতে হাজির করা হলেও একই মামলার পলাতক আসামী ফজলুল করিম চৌধুরী স্বপন পাশ্ববর্তী অন্য আদালতে তিনকোটি টাকা চেক প্রতারণার মামলায় সাক্ষীদেন।
দুদক চট্টগ্রামের মামলা নং-০২/২০ এর আসামী পার্শবর্তী আদালকে চেক প্রতারনার মামলায় হাজির হয়ে সাক্ষ্য দিচ্ছেন এবং তাতে দুদকের মামলায় গ্রেফতার দেখানো হবে কিনা জানতে চাইলে আদালতে উপস্থিত দুদকের তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক শহীদুল ইসলাম মোড়ল জানান উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে দেখি।
এ বিষয়ে দুদকের কোর্ট ইন্সেপেক্টর এমরান হোসেন জানান কোনো পলাতক আসামীকে গ্রেফতার দেখানো আমার কাজ নয় এটি করতে পারেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
এ বিষয়ে দুদকের চট্টগ্রাম পরিচালক মাহামুদ হাসানের নিকট জানতে চাইলে তিনি বাইরে আছেন জানিয়ে পরে যোগাযোগ করতে বলেন।
উল্লেখ্য বহুল আলোচিত কথিত যুবলীগ নেতা গোলাম কিবরিয়া শামীমকে (জিকে শামীম) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কাজের অভিজ্ঞতা নেই এমন প্রতিষ্ঠানের নামে জাল কাগজপত্র দাখিল করে চবি ষষ্ঠ একাডেমিক ভবন নির্মাণের জন্য ৭৫ কোটি ১ লাখ ২৯৫ টাকার কাজ হাতিয়ে নেওয়ার অভিযোগে জিকে শামীম ও তার সহযোগী ফজলুল করিম চৌধুরী স্বপনের বিরুদ্ধে গত ২২ নভেম্বর মামলা নং-০২/২০ দায়ের করেন দুদক। এই মামলায় আদালতে গত ২৫ জানুয়ারি (মঙ্গলবার) দুদকের আইনজীবী মাহমুদুল হকের আবেদনের প্রেক্ষিতে জিকে শামীমকে গ্রেপ্তার দেখানো হলেও পলাতক রয়েছেন মামলার অপর আসামি ফজলুল করিম চৌধুরী স্বপন।
আদালত সুত্রে জানা যায় দুদকের মামলার পলাতক আসামি ফজলুল করিম চৌধুরী স্বপন গত ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর ২য় যুগ্ন দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক নুরে আলম ভূঁইয়ার আদালতে চেক প্রতারনার মামলায় হাজির হলে বিষয়টি বাদি পক্ষের এডভোকেট প্রকৃতি চৌধুরী ছোটন দুদকের কোর্ট ইন্সেপেক্টর এমরান হোসেনকে জানানোর পর দুদকের মামলার পলাতক আসামি ফজলুল করিম চৌধুরী স্বপন আদালতে স্বাক্ষী না দিয়ে পালিয়ে যাওয়ায় আদালত ফজলুল করিম চৌধুরী স্বপনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে অদ্য সাক্ষির দিন ধার্য্য করেন।
ফজলুল করিম চৌধুরী স্বপনের বিরুদ্ধে দায়ের হওয়া চেক প্রতারনা মামলার বাদি পক্ষের আইনজীবি এডভোকেট প্রকৃতি চৌধুরী ছোটন জানান অদ্য বহুল আলোচিত কথিত যুবলীগ নেতা গোলাম কিবরিয়া শামীমকে (জিকে শামীম) চট্টগ্রাম আদালতে নিয়ে আসেন। এ সময় চট্টগ্রাম আদালতে দুদকের উপস্থিত সকল কর্মকর্তাকে পলাতক আসামী ফজলুল করিম চৌধুরী স্বপন পার্শ্ববর্তী চট্টগ্রাম মহানগর ২য় যুগ্ন দায়রা জজ আদালতে স্বাক্ষি দেওয়ার জন্য উপস্থিত আছেন জানানোর পরও দুদকে পলাতক আসামী গ্রেফতারে কোনো রকম পদক্ষেপ গ্রহন না করা মানে দুর্ণীতিবাজদের রক্ষা করছেন দুদক কর্মকর্তারা ।