চট্টগ্রাম ডিএনসি’র অভিযানে ১২ মাদক সেবী আটক

প্রকাশঃ ২০২১-০৫-২৪ - ১৭:৫৫

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র পৃথক অভিযান চালিয়ে ৬ শ গ্রাম গাজাসহ ১২ মাদক সেবীকে আটক করেছেন। আটককতৃরা হচ্ছে মোঃ ওমর ফারুক  (২৪), মোঃ সাইদুল ইসলাম(২৫), মোঃ শুভ (২১), মোঃ সুজন (২১), মোঃ জহির  (৩৫), মোঃ ঈমান হাসান  (৪২), মোঃ মঈন উদ্দিন  (১৯), আব্দুর রাজ্জাক  (৩৮), মোঃ রকি (২১), মোঃ ইমরান হোসেন  (১৮), মোঃ রাশেদ আলম(৩০) এবং মোঃ সোহেল (৩০) । রোববার (২৩ মে) চট্টগ্রামে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করেন। ভ্রম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র সূত্র মতে, টাস্কফোর্সের অভিযানে সকাল  সাড়ে ১১টা  হতে চট্টগ্রাম  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক তত্তাবধানে  ও  বিজ্ঞ  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী এর নেতৃত্বে চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সকল সার্কেল ও সহকারী পরিচালক মোঃ এমদাদুল হক এর  সমন্বয়ে মহানগরীর লালদিঘী, কাটাপাহাড়,আমতলা,রেলস্টেশন, কদমতলী, কোতোয়ালি, ইস্পাহানি কলোনি  এলাকায় অভিযান পরিচালনা করে ১২ জন মাদক সেবন কারীকে  ৬০০গ্রাম গাঁজা ও সেবনের উপকরণসহ গ্রেফতার করা করেন। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ মোজাম্মেল হক চৌধুরী   ধৃত আসামীদেরকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ধৃত আসামীদের বিরুদ্ধে  বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান করেন।