নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে গাজা ও ইয়াবাসহ মোট ১৮ জনকে আটক করেছেন। এদের মধ্যে ১৬ জনকে ভ্রম্যামান আদালতের মাধামে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়। ভ্রম্যামান আদালত পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট গালিব চৌধুরী। এছাড়া বাকি দুই জন মাদক ব্যবসায়ী মোঃ আয়াজ (১৮) এবং মাঃ আমান উল্লাহ (২২) বিরুদ্ধে মাদকের আইনে মামলা দায়ের করা হয়। অভিযানের সময় ৩ কেজি ২শ গ্রাম গাজা ও ২ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার (১১ নভেম্বর ) চট্টগ্রাম বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র সূত্র মতে, বুধবার দিনব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক মোঃ এমদাদুল হক এর সমন্বয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী এর নেতৃত্বে চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের সকল সার্কেলর সমন্বয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৬ জন মাদক ব্যবসায়ী ও সেবন কারীকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩ কেজি ২শ গ্রাম গাজা উদ্ধার করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট গালিব চৌধুরী ধৃত আসামীদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান করেন। অপর দিকে পাঁচলাইশ সার্কেল পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সকালে কোতয়ালী ও চকবাজার থানাধীন অভিযান পরিচালনা করে মোঃ ইউসুফ এর পুত্র মোঃ আয়াজ কে ১ হাজার ৬৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন। অপরদিকে অভিযানে মোজাহার এর পুত্র মোঃ আমান উল্লাহকে ৫শ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে চকবাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।