চট্টগ্রাম ডিএনসি’র পৃথক অভিযানে ইয়াবাসহ আটক ৩

প্রকাশঃ ২০২০-১২-০২ - ১৮:৩৬

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে মোঃ ইসমাইল (২০), মোঃ আহমদ (২১) এবং মোঃ সাইফুল (২০)। বুধবার (২ ডিসেম্বর) দিনব্যাপী চট্টগ্রাম মহানগরীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি)’র সূত্র মতে, ২ ডিসেম্বর দিনব্যাপী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে কোতয়ালী ও পাঁচলাইশ সার্কেল পরিদর্শক মোঃ মোজাম্মেল হকের নেতৃত্বে কোতোয়ালি থানাধীন ফিরিঙ্গী বাজার, স্টেশন রোড ও লয়েল রোড চট্টগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মৃত মকবুল আহমেদ এর পুত্র মোঃ ইসমাইল কে ফিরিঙ্গী বাজার এলাকা হতে ২ হাজার ইয়াবাসহ গ্রেফতার করে। পরে কোতোয়ালি পরিদর্শক মোঃ মোজাম্মেল হক বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন। অপরদিকে হাসান আলীর পুত্র মোঃ আহমদকে ১ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পরবর্তীতে কোতোয়ালি সার্কেলের সহকারী উপপরিদর্শক মোঃ লুৎফর রহমান বাদী হয়ে কোতয়ালী থানায় একটি নিয়মিত মামলা করেন। এছাড়া মৃত কালামিয়ার পুত্র মোঃ সাইফুল  কে ১ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। পাচলাইশ সার্কেলের সহকারী উপপরিদর্শক মনির হোসেন  বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী কোতয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।