চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেন ভেঙে কনটেইনার হ্যান্ডলিং বন্ধ

প্রকাশঃ ২০২০-০৮-২০ - ২১:৩৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) দুই নম্বর জেটিতে জাহাজের ধাক্কায় ৮ নম্বর ‘কি গ্যান্ট্রি ক্রেন’ ভেঙে গেছে। গ্র্যান্টি ক্রেনটি ভাঙার কারণে ওই ক্রেন দিয়ে কনটেইনার হ্যান্ডলিং বন্ধ হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট)  দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বন্দর সূত্রে জানা যায়, বহির্নোঙর থেকে ‘মাউন্ট ক্যামেরন’ জাহাজটি এনসিটি-৫ জেটিতে আনার সময় এনসিটি-২ এর সামনে টার্ন নিতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

বন্দর সচিব ওমর ফারুক জানান, জাহাজের ধাক্কায় বন্দরের এনসিটিতে ৮ নম্বর কি গ্যান্ট্রি ক্রেনটি সামনের অংশ ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ নির্ণয়ে বন্দরের প্রকৌশলী টিম কাজ করছে। বন্দর চেয়ারম্যান ও মেম্বারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  উনারা বন্দর ডক মাস্টারকে প্রধান করে তদন্ত কমিটি গঠিত হয়েছে। এ কমিটি কি পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্ত সাপেক্ষে জানাবেন।

তিনি আরো জানান, বন্দরের এনসিটির ৮ নম্বর কি গ্যান্ট্রি ক্রেনটি জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ওই ক্রেনটির মাধ্যমে যেসব কন্টেইনার হ্যান্ডলিং করা হতো, সে কাজগুলো সাময়িকভাবে বন্ধ আছে।