চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা সহ ২ রহিঙ্গা আটক 

প্রকাশঃ ২০২০-০৮-১৮ - ২০:২৩

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ৩ হাজার ৯৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় রোহিঙ্গাসহ দুই জনকে আটক করেছেন। আটকৃতরা হচ্ছে রোহিঙ্গা মোঃ বশির আহমদ (২২) এবং মোঃ স্বপন মিয়া (২৪)। ১৮ আগষ্ট দিনব্যাপী চট্টগ্রামে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে, ১৮ আগষ্ট সকাল ১০ টা থেকে সাড়ে ১১টচা পর্যন্ত চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের উপ পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে সহকারী পরিচালক মোঃ এমদাদুল হক এর সমন্বয়ে কোতোয়ালি  সার্কেল পরিদর্শক মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি রেইডিং টিম কোতোয়ালি  থানাধীন স্টেশন রোডস্থ  বিআরটিসি মোড় বটতলা এলাকায় অভিযান চালিয়ে মৃত নজির আহমদের পুত্র মোঃ বশির আহমদকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে কোতোয়ালী থানায় পরিদর্শক মোঃ মোজাম্মেল হক বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন। একই টিম অপর একটি অভিযানে সকাল সাড়ে ১১টায় খুলশী থানাধীন দামপাড়া ৫/৬ জাকির হোসেন রোডস্থ কুইক ফুডস এর সামনে অভিযান চালিয়ে আবু বকর সিদ্দিকের পুত্র মোঃ স্বপন মিয়াকে ১ হাজার ৪৫০ পিস ইয়াবাসহ  চট্টগ্রাম  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোতোয়ালী সার্কেলর সহকারী উপ পরিদর্শক মোঃ লুৎফর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন২০১৮ অনুযায়ী খুলশী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।