চট্টগ্রাম স্টেশনে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

প্রকাশঃ ২০২০-১২-০৯ - ১৬:৫৩

চট্টগ্রাম ব্যুরো:চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে একটু দূরে দোহাজারীগামী পিডিবির শাটল ট্রেন এক লাইন থেকে অন্য লাইনে নিয়ে যাওয়ার সময় একটি বগির চার চাকা লাইনচ্যুত হয়েছে। পরে রেলওয়ের প্রকৌশলীরা এসে দুপুরের দিকে সংস্কার করে চলাচলের উপযোগী করেন।

আজ বুধবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোন ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেনি।

তেলবাহী এ ট্রেনটি সিজিপিওয়াই থেকে লোড হয়ে দোহাজারী যায়। সকাল সাড়ে ৭টায় এক লাইন থেকে অন্য লাইনে নেওয়ার সময় ট্রেনটির গার্ড ব্রেকের বগির চার চাকা লাইনচ্যুত হয়।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী জানান, ‘‘চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় একটি ওভারব্রিজ আছে যেখানে মানুষজন সিগারেট খেয়ে নিচে ফেলে। যেহেতু তেলবাহী ট্রেন, তাই ট্রেনটি নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য এক লাইন থেকে অন্য লাইনে প্রবেশ করছিলো, ওইসময় চারটি চাকা লাইনচ্যুত হয়।