বিনোদন ডেস্ক : না ফেরার দেশে চলে গেলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী । শনিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। তার বয়স হয়েছিল ৫৪ বছর। প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।
অভিনেতা মুহিত মারওয়ারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুবাইয়ে গিয়েছিলেন তিনি। তার সঙ্গে স্বামী বনি কাপুর এবং মেয়ে খুশি কাপুরও ছিলেন। তার অন্য মেয়ে জানভি প্রথম বলিউড সিনেমার শুটিংয়ের জন্য মুম্বাইয়ে ছিলেন। শেষকৃত্যের জন্য শ্রীদেবীর মরদেহ ভারতে আনা হবে। এ অভিনেত্রীর মৃত্যুতে বলিউড তারকারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মাত্র ৪ বছর বয়স থেকে অভিনয় শুরু করেন শ্রীদেবী। তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় এবং হিন্দি ভাষার সিনেমায় অভিনয় করেছেন তিনি। ভারতীয় অভিনেত্রীদের মধ্যে নায়ক ছাড়া বক্স অফিস হিট সিনেমা উপহার দিতে সক্ষম অভিনেত্রীদের একজন ছিলেন এ অভিনেত্রী।
১৯৭৮ সালে বলিউড সিনেমায় শ্রীদেবীর অভিষেক হয়। দীর্ঘ পাঁচ দশকের ক্যারিয়ারে তিনশ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এর মধ্যে মিস্টার ইন্ডিয়া, চালবাজ, হিম্মতওয়ালা, নাগিনা এবং সাদমা বিশেষভাবে উল্লেখযোগ্য।
১৯৯৭ সালে জুদাই সিনেমা মুক্তির পর পারিবারিক কারণে সিনেমা থেকে বিরতি নেন শ্রীদেবী। এরপর ২০১২ সালে ইংলিশ ভিংলিশ সিনেমার মাধ্যমে আবারো রুপালি পর্দায় প্রত্যাবর্তন করেন। তার সর্বশেষ অভিনীত সিনেমা মম। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য পুরস্কার পেয়েছেন শ্রীদেবী। এ ছাড়া ২০১৩ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী খেতাবে ভূষিত করেন।