চাকরি নয়, নিজেরাই সাবলম্বী হতে চায় ওরা

প্রকাশঃ ২০২৩-০১-০৯ - ১২:৫৬

কয়রা প্রতিনিধি : উপার্জনক্ষম এক মাত্র পিতা অসুস্থ হয়ে পড়ে আছেন ঘরে। এমন সময় সংসারের হাল ধরেন আফরিন সুলতানা। এক সময় নিজের পড়া শুনার খরচ ও পাশাপাশি অসুস্থ পিতার চিকিৎসা আর সংসার চালাতে শুরু করেন টিউশনি। আফরিন দর্জি ও ব্লকবটিকা প্রশিক্ষণ নিয়েছে। পড়াশুনা শেষ করে এই প্রশিক্ষণ কাজে লাগিয়ে নিজেই উদ্যাক্তা হতে চান। ফিরিয়ে আনতে চান পরিবারের স্বচ্ছলতা। উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রামে তার বাড়ি।

কয়রার সদর ইউনিয়নের মদিনাবাদ তনিমা আলম সুমনার পিতা সাত বছর আগে ব্রেন স্টোক করলে পরিবারে নেমে আসে অন্ধকারের কালো ছায়া। নিজের চেষ্টায় উচ্চ ম্যাধমিক পাশ করে নিজ বাড়িতে একটি ছোট্ট পুকুরে মাছ চাষ শুরু করেন। নিজের কাধে তুলে নিয়েছেন সংসারের হাল। মাছ চাষের পাশাপাশি হাঁস-মুরগির খামারও করতে চান তিনি। তিনি মাছ চাষের প্রশিক্ষণ নিয়েছেন। পড়াশুনার পাশাপাশি তিনি তার খামারের পরিধি বাড়িয়ে এলাকায় বেকার নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান।

শুধু আফরিন কিংবা শিউলী নয় সাবলম্বী হতে প্রশিক্ষণ নিয়েছে খুলনার কয়রা উপজেলার এরকম আর ৩৭৫ জন নারী। কেউ প্রশিক্ষিত হয়েছে ব্লকবটিকা ও দর্জি বিজ্ঞানে, কেউ আবার হাঁস-মুরগী পালনে। কেউ নিয়েছেন মাছ চাষের জন্য।

দউপকূলীয় নারীদের জীবন যাত্রার মান উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিদ শীর্ষক প্রকল্পের আওতায় বীর মুক্তিযোদ্ধা শেখ নজির আহম্মেদ ওয়েলফার ফাউন্ডেশনের বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে ১৫ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। রোববার বেলা ১টায় উপজেলা সদরের কপোতাক্ষ মহা-বিদ্যালয়ের হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সভাপতিত্বে প্রশিক্ষণ ভাতা প্রদান ও সনদপত্র বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মোস্তাইন বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কপোতাক্ষ মহা-বিদ্যালয়ের অধ্যক্ষ অদ্রিস আদিত্য, অধ্যাপক বীদেশরঞ্জন মৃধা, ইসকিতা আফরিন, ইকবাল হোসেন, নিত্যানন্দ রায়, কাজল মুন্সী।