দাকোপ প্রতিনিধি : দাকোপের ঐতিহ্যবাহী ক্রীড়া সাংস্কৃতি ও সামাজিক সংগঠন চালনা কম্বাইন্ড বয়েজ ক্লাব পূর্ণগঠন কল্পে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় দাকোপ উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দাকোপ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির। সংগঠনের নির্বাহী সদস্য রাসেল কাজীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন সেলিম মোল্যা, রমজান গাজী, ধীমান রায়, বাপ্পী কাজী, মনিরুল ইসলাম রনি, সোহাগ শেখ, হাফিজুর রহমান, আসাদুর রহমান সানা, পিকলু কাজী, ফিরোজ গাজী, কল্লোল মন্ডল, মাহামুদুল হাসান, আছাদুল ইসলাম, সোহেল মোল্যা, অচিন্ত্য রায়, মামুন সরদার, নাইম শেখ, সিহাব হাসান, রনি শেখ, মোঃ হাসান, মিঠু শেখ, রুবেল মল্লিক, এস, এম সুমন প্রমুখ। সভায় সংগঠনকে পূর্নগঠনের লক্ষ্যে সর্ব সম্মতিক্রমে রাসেল কাজীকে সমন্বয়কের দায়িত্ব দিয়ে আগামী ১৫ নভেম্বর পরবর্তী সভা আহবান করা হয় ৷