দাকোপ প্রতিনিধি : চালনা ডাকবাংলো মটর সাইকেল চালক সমবায় সমিতির ত্রি বার্ষিক নির্বাচনে জয়প্রকাশ সভাপতি এবং আজিম সাধারণ সম্পাদক নির্বাচীত হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে দাকোপ সদর চালনা ডাকবাংলাস্থ সমিতির কার্যালয়ে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। মোট ৮৭ জন ভোটারের মধ্যে ৮৫ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করে। নির্বাচনে সভাপতি পদে জয়প্রকাশ রায় (আনারস) প্রতীকে ৪৩ ভোট পেয়ে নির্বাচীত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ নজরুল সরদার (হরিণ) প্রতীকে পেয়েছেন ৪২ ভোট। সাধারণ সম্পাদক পদে আজিম হাওলাদার (বাই সাইকেল) প্রতীকে ৬১ ভোট পেয়ে বিজয়ী হয়। নিকটতম প্রতিদ্বন্দি সেলিম মোল্যা (গোলাপ ফুল) প্রতীকে পেয়েছেন ২৪ ভোট। এ ছাড়া সহসভাপতি পদে মহাসিন ফরাজী (দেয়াল ঘড়ি) প্রতীকে ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি বাবু রায় (দোয়াত কলম) প্রতীকে পেয়েছেন ২৫ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে ৫ প্রতিদ্বন্দির মধ্যে বাবু হওলাদার (টেবিল) প্রতীকে ৬৬ ভোট, দিবাশীষ রায় (মোরগ) প্রতীকে ৫৯ ভোট, ইকরামুল গাজী (বটগাছ) প্রতীকে ৫২ ভোট এবং রবিউল ইসলাম (ফুটবল) প্রতীকে ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ ছাড়া সহসাধারণ সম্পাদক পদে আঃ কাদের সরদার এবং কোষাধ্যক্ষ পদে মোঃ নজরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচীত হয়েছেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় দপ্তরের সাহাবুর লস্কর, হাফেজ মুর্শিদ আলম, মোস্তাফিজুর রহমান, রাজিব হাওলাদার। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রমজান গাজী, সদস্য সচীব আতর আলী শেখ এবং যুগ্ম আহবায়ক হাফেজ নজরুল ইসলাম সুষ্ট নির্বাচন অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেন।