চিতলমারীতে যুবকের আত্মহত্যা

প্রকাশঃ ২০২৩-০২-১৭ - ১৭:০৬

বাগেরহাট : বাগেরহাটের চিতলমারীতে চুরির অপবাদ দিয়ে লাঞ্ছিত করায় শাহাদাত হোসেন (২২) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) দুপুরে তাঁর দাফন সম্পন্ন হয়েছে। গত ১১ ফেব্রুয়ারী রাতে সে বিষপান করে। ওইদিন রাতে পরিবারের লোকজন তাকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। গোপালগঞ্জ সদর থেকে তাঁকে ১৫ ফেব্রুয়ারী ছাড়পত্র প্রদান করা হয়। এদিন দুপুরে তাঁর মৃত্যু হয়। মৃত শাহাদাত হোসেন চিতলমারী উপজেলার কলাতলা গ্রামের মোঃ ইলিয়াস কাজীর ছেলে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। শাহাদাত হোসেনের বাবা মোঃ ইলিয়াস কাজী বলেন, মাস খানেক আগে একই গ্রামের আবুল খানের একটি স্যালোমেশিন হারিয়ে যায়। উক্ত মেশিন হারানোকে কেন্দ্র করে গত ১১ ফেব্রুয়ারী রাতে আবুল খান আমাদের বাড়িতে এসে আমার ছেলে শাহাদাত হোসেনকে ডেকে নিয়ে যায় ও আটকে রেখে লাঞ্ছিত করে। পরে আমাদের বাড়িতে চুরির অপবাদ দিয়ে খবর পাঠায়। খবর পেয়ে আমার স্ত্রী পেয়ারা বেগম রাত ১০ টার দিকে শাহাদাত হোসেনকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে আসে। এদিন রাত সাড়ে ১২ টার দিকে সে বিষপান করে। এ ব্যাপারে জানতে চাইলে আবুল খানের ছেলে আরমান খান কোন মন্তব্য করতে রাজি হননি। চিতলমারী থানার পরিদর্শক (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং অনুরোধে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়নি। এ ঘটনায় থানায় (০৮ নং)একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।